আটপাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সারোয়ার জাহান আঙ্গুর
নেত্রকোনা প্রতিনিধি ॥
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান প্রার্থী মো. সারোয়ার জাহান আঙ্গুর। বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি পূজামণ্ডপগুলোতে ঘুরে পূজার আয়োজক, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি প্রথমে সুখারী সোনাজুর গোপালাশ্রম ঠাকুরের কালী বাড়ি পূজা মণ্ডপে যান। এরপর সুখারী পূজা মণ্ডপ এবং মধুয়াখালীর তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পূজায় অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
Facebook Comments Box