নেত্রকোণায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি. নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকে মো. সাইফুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,স বেক সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান,দৈনিক ইনকিলাবের নেত্রকোণা জেলা প্রতিনিধি এ. কে এম আব্দুল্লাহ ,
যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাৎ নাজু, কোষাধ্যক্ষ ও রুর্যল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)এর সভাপতি সুজাদুল ইসলাম ফারাস, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খান কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুল্লাহ চৌধুরী আলিম, সদস্য দিলওয়ার খান, রুর্যল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সাধারণ সম্পাদক এ কে এম এরশাদুল হক জনি প্রমুখ। সাংবাদিকরা জেলা প্রশাসকের কছে তাদের সমস্যার কথা তুলে ধরেন।

















