আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ পুরস্কার পেলেন আটপাড়া থানার ওসি আশরাফুজ্জামান
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলার আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।
ওসি আশরাফুজ্জামান আটপাড়া থানার দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় চুরি, ডাকাতি, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছেন। তাঁর নেতৃত্বে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
একই অনুষ্ঠানে ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জেলার শ্রেষ্ঠ ইনসপেক্টর (তদন্ত) এবং এসআই আল মামুন জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নির্বাচিত হন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
পুরস্কারপ্রাপ্ত আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন,
“এই পুরস্কার শুধু আমার নয়; এটি আটপাড়া থানার সকল সদস্য এবং এলাকার সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এলাকার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

















