সারাদেশ

আটপাড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের পূজামণ্ডপ পরিদর্শন:

By Foysal Chowdhury

October 02, 2025

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন মঙ্গলবার আটপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে পূজার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

-০১ অক্টোবর ২০২৫ বুধবার