দেশজুড়ে

আটপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

By Foysal Chowdhury

September 29, 2025

 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদে হলরুমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, আটপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সদস্য আমির খসরু স্বপন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান সহ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷

সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।