আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতা প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।” উপজেলা প্রশাসন ও উপজেলা দূূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহনূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা দূ্র্নীতি প্রতিরোধ কমিটির বিদায়ী সভাপতি আব্দুল কুদ্দুছ, নবাগত সভাপতি মনসুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ,সঞ্চালনা করেন প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আটপাড়া ডিগ্রি কলেজ, এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ বেগ,
এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।সভায় দুর্নীতিবিরোধী সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
–