আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকনা জেলা যুবদলের সাবেক সভাপতি ও আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের সন্তান মরহুম আল আমিন খান পাঠানের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামে এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। তিনি তাঁর বক্তব্যে মরহুম আল আমিন খান পাঠানের রাজনৈতিক জীবন, দলের প্রতি ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আল আমিন খান পাঠান ছিলেন একজন সাহসী, ত্যাগী ও আদর্শবান নেতা। দলের দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা বিএনপির নেতাকর্মীরা চিরদিন স্মরণ করবে। স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
– ফয়সাল চৌধুরী আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি মোবাইল : ০১৭৩৪৬৬৫৮৭৫ তারিখ: ২২।০১।২০২৬