আটপাড়ায় চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানববন্ধন
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
চায়না দুয়ারি জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ছোট মাছ, মাছের পোনা, চিংড়ি, ব্যাঙ, কচ্ছপ, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী এতে আটকা পড়ে মারা যাচ্ছে। অবৈধ ও সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এর ব্যবহার দিন দিন বেড়ে চলেছে।
এই প্রেক্ষাপটে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা ‘গ্রিন কোয়ালিশন’, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর আয়োজনে এবং এগ্রোইকোলজি ফান্ড-এর সহযোগিতায় বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন—‘জানমা (জাল-নদী-মাছ)’ উপজেলা কমিটির সভাপতি যোগেশ চন্দ দাস, উপজেলা সবুজ সংহতি কমিটির সভাপতি সহকারী অধ্যাপক সাজেদুর রহমান সেলিম, নারী নেত্রী ফৌজিয়া নাসরিন, সাংবাদিক মির্জা হৃদয় সাগর এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী পরিবেশ কর্মী মো. অহিদুর রহমান। এ সময় জেলে, কৃষক, শিক্ষক, শিক্ষার্থী, যুবক-যুবতী ও কিশোরীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “চায়না দুয়ারি জালের সূক্ষ্ম ফাঁকে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে যাচ্ছে। এতে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, প্রজাতি হ্রাস পাচ্ছে এবং জলজ পরিবেশ ধ্বংস হচ্ছে।”
তারা চায়না দুয়ারি ও অন্যান্য নিষিদ্ধ জালের উৎপাদন, মজুদ, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ বন্ধে কঠোর আইন প্রয়োগ, নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
–








