দেশজুড়ে

আটপাড়ায় জনসংযোগ করলেন নেত্রকোনা-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রত্নতত্ত্ববিদ মুহাম্মদ মাসুদ খান

By Foysal Chowdhury

November 01, 2025

 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং বেসরকারি ব্যাংক,ব্যাংক এশিয়া লিঃ এক যুগেরও বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা জুলাই যুদ্ধের অন্যতম কর্মী

বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ মুহাম্মদ মাসুদ খান শনিবার আটপাড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন।

দিনব্যাপী তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিএনপির রাজনৈতিক আদর্শ ও উন্নয়ন ভাবনা তুলে ধরে বলেন,

> “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। আমি মানুষের পাশে থেকে উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতি করতে চাই।”

 

প্রত্নতত্ত্ববিদ মুহাম্মদ মাসুদ খান বানিয়াজান সিটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও নেত্রকোনা সরকারি কলেজ এবং আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়ন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্ব বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। পাশাপাশি তিনি আরো হাউজিং লিমিটেডের পরিচালক (ডিরেক্টর) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মুহাম্মদ মাসুদ খান সাবেক পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খানের পুত্র।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মাসুদ খান দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তাঁর মাঠপর্যায়ের জনসংযোগে এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।