আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আল মমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা তথ্য কর্মকর্তা আশরাফুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি, আটপাড়া ব্রাক অফিসের কর্মসূচী কর্মকর্তা,আব্দুল্লাহ আল বাকী, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাবের সদস্য আমির খসরু স্বপন, বানিয়াজান নারী কল্যাণ সংস্থার সভানেত্রী উম্মে কুলসুম হিন্দা খানম, উপজেলা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার সহ অন্যন্যারা।
–