দেশজুড়ে

আটপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

By Foysal Chowdhury

October 28, 2025

 

 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত লগি-বৈঠা তাণ্ডব, গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার আটপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা কলেজ রোড হয়ে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাওলানা কাজী কামাল উদ্দীন আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হোসাইন আহমেদ একদিল এবং সেক্রেটারি সার্জেন্ট (অব.) সাইফুল ইসলাম। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে তারা এর বিচার দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, কর্মী ও সহযোগীরা অংশগ্রহণ করেন।