দেশজুড়ে

আটপাড়ায় দূর্গাপূজা পরিদর্শনে সহকারী পুলিশ সুপার কেন্দুয়া-আটপাড়া সার্কেল)  গোলাম মোস্তফা

By Foysal Chowdhury

October 02, 2025

 

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা  জেলার আটপাড়া থানার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া সার্কেল) গোলাম মোস্তফা। বুধবার সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। এছাড়াও বিভিন্ন দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে পূজা উদযাপনের পরিস্থিতি তুলে ধরেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশের কর্মকর্তারা।