দেশজুড়ে

আটপাড়ায় দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

By Foysal Chowdhury

January 10, 2026

 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. আমির হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হানিফ তালুকদার, সহকারী শিক্ষক মাইন উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা প্রধান শিক্ষক একে.এম. আমির হোসেনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।