সারাদেশ

আটপাড়ায় বিএনপি নেতা পুত্রের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

By Foysal Chowdhury

October 10, 2025

 

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার ছেলে মামুনের উপর হত্যার উদ্দেশ্যে নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বাউসা বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আশরাফ কামাল তুহিন, এমরান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, উপজেলা জাসাসের সদস্য সচিব এস এম সাইদুর রহমান, সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন এবং ৫নং ওয়ার্ডের সদস্য বিপুল মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মামুনের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।