দেশজুড়ে

আটপাড়ায় বেগম রোকেয়া দিবস পালন

By Hridoypress

December 09, 2025

 

আটপাড়া (নেত্রকোনা) প্রতনিধিঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয় , আটপাড়া, নেত্রকোনা আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানজীলা শারমিন দৃষ্টি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো ওমর ফারুক, থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম, বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফায়েত সিদ্দিকী, নারী নেত্রী হিন্দা খানম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয় আটপাড়া নেত্রকোণার অফিস সহকারী আশরাাফুল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নারী-পুরুষ সমতা, নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবার ও সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, নারী সংগঠনের সদসয়, সাাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।