দেশজুড়ে

আটপাড়ায় ব্রুজের বাজার ফুটপাত দখলমুক্ত করণে প্রশাসনের অভিযান

By Hridoypress

August 09, 2025

 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার আটপাড়া উপজেলার ব্রুজের বাজারে ফুটপাত দখলমুক্ত করণে অভিযান চালিয়েছে উপজেলাপ্রশাসন। শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন পথচারীদের স্বাভাবিক চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দীর্ঘদিন ধরে কিছু দোকানদার কর্তৃক অবৈধভাবে দখল করে মালামাল রাখার কারণে চলাচলে বিঘ্ন এবং যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছায়।

শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রুজের বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফুটপাতের উপর রাখা মালামাল সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত না হয়।

জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানান তিনি।