আটপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন
নেত্রকোনার আটপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ঘোষিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামছুল হক খান শান্তু মিয়া এবং সদস্য সচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আপ্তাব উদ্দিন ফকির।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটি গঠনের পর মুক্তিযোদ্ধা সংসদের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব মুক্তিযোদ্ধাদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেবে এবং মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করবে
–
Facebook Comments Box