আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষার ভালো ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদ সরিষার ফুলে ছেয়ে গেছে জনপদ। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ ব্যবহার এবং সময়মতো চাষাবাদের ফলে ফলন সন্তোষজনক হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
স্থানীয় কৃষকরা জানান, এবার প্রতি বিঘায় সরিষার উৎপাদন গত বছরের তুলনায় বেশি হয়েছে। রোগবালাই তুলনামূলক কম থাকায় উৎপাদন খরচও নিয়ন্ত্রণে রয়েছে। বাজারে ন্যায্য দাম পাওয়া গেলে ভালো লাভের আশা করছেন তারা। উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামের কৃষক মারুফ মিয়া বলেন এ বছর আল্লাহর রহমতে সরিষার ফলন খুবই ভালো হয়েছে। আবহাওয়া আমাদের পক্ষে ছিল, রোগবালাইও তেমন হয়নি। কৃষি অফিস থেকে সময়মতো পরামর্শ পেয়েছি, উন্নত জাতের বীজও ব্যবহার করেছি। প্রতি বিঘায় যে ফলন পাচ্ছি, তাতে খরচ উঠবে এবং কিছু লাভও থাকবে বলে আশা করছি। বাজারে ন্যায্য দাম পেলে আমাদের মতো ছোট কৃষকদের মুখে সত্যিই হাসি ফুটবে।” আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, “আমি এবার ১৫ কাঠা জমিতে সরিষার আবাদ করেছি। আল্লাহর রহমতে ফলন খুব ভালো হয়েছে। গত বছরের তুলনায় এবছর দাম ও একটু বেশি পাচ্ছি, কাঁচা ১৫০০-২৭০০ টাকা এবংশুকনো ৩০০০-৩৫০০ টাকা ধরে বিক্রি করছি।
খেতের সরিষা দেখে বোঝা যাচ্ছে এবার ক্ষতির আশঙ্কা নেই। খরচ তুলনামূলক কম হওয়ায় ভালো লাভ হবে বলে আশা করছি। যদি বাজারে ন্যায্য দাম পাই, তাহলে আগামী মৌসুমে আরও বেশি জমিতে সরিষা আবাদ করব।”
উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ ফয়জুন নাহার নিপা বলেন এ বছর আটপাড়া উপজেলায় সরিষার ফলন অত্যন্ত ভালো হয়েছে। কৃষকরা সময়মতো জমি প্রস্তুত ও বপন করায় এবং উন্নত জাতের বীজ ব্যবহার করায় এই সাফল্য এসেছে। রোগবালাই তুলনামূলক কম থাকায় উৎপাদন খরচও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ ও মাঠ পর্যায়ের সহায়তা দিয়ে যাচ্ছি। আশা করছি, বাজারে ন্যায্য দাম পেলে কৃষকরা ভালোভাবে লাভবান হবেন।”।
আটপাড়া উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরিষা আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে, উপজেলায় এবার ১০৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছর ছিলো ৮০০ হেক্টর।
–