দেশজুড়ে

আটপাড়ায় হানাদার মুক্ত দিবস পালন

By Hridoypress

December 08, 2025

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : ৮ ডিসেম্বর, আটপাড়া হানাদার মুক্ত দিবস৷

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোণার আটপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৮ ডিসেম্বর আটপাড়া হানাদার মুক্ত দিবস ২০২৫। ১৯৭১ সালের এইদিনে পাক-হানাদার বাহিনীর কবল থেকে পুরো আটপাড়া অঞ্চল সম্পূর্ণভাবে মুক্ত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ নানা কর্মসূচিতে অংশ নেন। আটপাড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে সোমবার সকাল ১০, ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকতা মো. শাহনূর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি,

বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা–উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা, আটপাড়া থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) প্রদীপ কুমার চক্রবর্তী ও সেকেন্ড অফিসার মোহাম্মদ ইদ্রিস মহোদয় ও পুলিশ সদস্য -ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক– রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা

র‍্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সবাই। সেখানে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে ফুলের তোড়া অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং বিভিন্ন প্রতিষ্ঠান।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান বলেন—

“৮ ডিসেম্বর আমাদের গৌরবের দিন। এই দিনে আটপাড়াবাসী নতুন সূর্যোদয় দেখেছিল। মুক্তিযোদ্ধাদের সাহস, বীরত্ব আর আত্মত্যাগের মাধ্যমে এ অঞ্চল হানাদারমুক্ত হয়। তাদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।”

 

সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি বলেন “মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে।” ।- ফয়সাল চৌধুরী আটপাড়া (নেত্রকোনা) প্রতনিধি মোবাইল: ০১৭৩৪৬৬৫৮৭৫ ০১৯০৮৬২৩২৭৬