সারাদেশ

আটপাড়ার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে

By Hridoypress

October 14, 2025

 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের মতো নেত্রকোণার আটপাড়ার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়েও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সোমবারের মতো মঙ্গলবার সকালেও একইভাবে কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, হারুন রশিদ, ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।

জানা গেছে, শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি— ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ—এই তিন দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের ওপর পুলিশের অতর্কিত হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারাদেশের শিক্ষক সমাজ। এর প্রতিবাদে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বানে রবিবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।