আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. লুৎফর রহমান৷।
সোমবার সকাল ১১ টায় কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হকের কাছ থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
মো. লুৎফর রহমান ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৯১ সালে একই কলেজ থেকেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষক হিসেবে তিনি ১৯৯৭ সালে তেলিগাতী সরকারি কলেজে শিক্ষক হিসাবে প্রথম যোগদান করেন।
নিজের নতুন দায়িত্ব সম্পর্কে প্রফেসর লুৎফর রহমান বলেন, “ আমি শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনার জন্য কাজ করছি। আমি সবসময় একাডেমিক পাঠদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছি এবং আমার লক্ষ্য থাকবে ক্যাম্পাসকে আরও বেশি শিক্ষার্থীমুখর করে তোলা। একটি সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস আমার একান্ত চাওয়া। এই ক্যাম্পাসকে সবার জন্য আরও সুন্দর ও কার্যকরী করে তুলতে আমি সকলের সহযোগিতা কামনা করি। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি, সেজন্য আমি সকলের দোয়া ও সমর্থন চাই।” উল্লেখ্য, গতকাল সোমবার কলেজের ২১তম অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহাফুজুল হক . বদলি জনিত বিদায়ের কারণে, ২২ তম অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন মো. লুৎফর রহমান
–