আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন সাজ্জাদ কবীর। গত ০৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। স্কুলটি নিয়ে আমার অনেক স্বপ্ন। যদি কখনও সুযোগ পাই স্কুলের উন্নয়নে কাজ করে যাবো। এজন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা চাই।’
এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সাজ্জাদ কবীর কে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্নভাবে তাঁর শুভানুধ্যায়ী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন