দেশজুড়ে

আটপাড়ার সুখারী ইউনিয়নে বাউল গানের নামে অশালীন গান ও অসামাজিক কর্মকান্ড বন্দের দাবিতে স্মারক লিপি প্রদান

By Hridoypress

December 07, 2025

 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার ৭নং সুখারী ইউনিয়নের হাতিয়া ও তারাচাপুর গ্রামে বাউল গান, অশালীন গানের নামে মদ, গাঁজা ও জুয়ার আসর বন্দের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান ও বিদায়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান এবং ওসি অফিসার ইনচার্জ (ওসি) র কাছে এ স্মারক লিপি প্রদান করা হয়৷ স্মারকলিপি প্রদান করেন ৭নং সুখারী ইউনিয়ন উলামা পরিষদের মাওলানা আব্দুল কাদির, মাওলানা মাহবুবুর রহমান মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ুম, অলিউল্লাহ সাদী, হাফেজ দ্বীন ইসলাম, আনিসুর রহমান কবির, হাবিবুর রহমান, মাওলানা সাইদুর রহমান কাজী,

স্মারকলিপিতে তারা দাবি করেন, ৭নং সুখারী ইউনিয়নের হাতিয়া ও তারাচাপুর গ্রামে বাউল গান/ অশালীন গানের নামে মদ, গাজা, জুয়ার আসর বন্ধের আহবান জানান।