আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীকে বিজয়ী করার লক্ষ্যে আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচনকালীন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে সুখারী ইউনিয়নের মধুয়াখালীর ‘সকালের বাজারে’ ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভাটি গাজীপুরের কোণাবাড়ির পারফেক্টনিট ম্যানেজিং ডিরেক্টর আমিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও সক্রিয় কমিটি গঠনের বিকল্প নেই। তারা বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় ৭নং সুখারী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনকালীন কমিটিতে আহ্বায়ক হিসেবে শিবানন্দকে মনোনীত করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে নরপতিখিলা গ্রামের জালাল মিয়া, গোপালাশ্রম গ্রামের বকুল মিয়া, সিরাজ মিয়া ও মামুনকে দায়িত্ব প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ কবীর, জেলা তাঁতীদলের সহ-সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ, ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুম তালুকদার, সাবেক ছাত্র নেতা আনোয়ার সুখারী ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, মনু মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।