দেশজুড়ে

আসন্ন সুখারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার জাহান আংগুর

By Foysal Chowdhury

October 10, 2025

 

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী  বিশিষ্ট  সমাজসেবক সারোয়ার জাহান আংগুর, তিনি সোনাকানিয়া গ্রামের মরহুম জুলহাস মিয়ার পুত্র। তিনি বহুদিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা বিস্তার এবং সামাজিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সারোয়ার জাহান আংগুর প্রতি ঈদ ও দুর্গাপূজায় অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। এছাড়াও তিনি মসজিদ-মাদরাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অনুদান প্রদান করে এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেছেন।

সারোয়ার জাহান আংগুর বলেন, “আমি সুখারী ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই সুখারীকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, তিনি একজন শিক্ষিত, সৎ ও সমাজসেবী মানুষ হিসেবে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন।