দেশজুড়ে

ইউনিয়ন ভেঙে ফেলার পরিকল্পনাকারীকে ‘কুশপুত্তলিকা’ দাহ

By Hridoypress

August 18, 2025

 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নকে ভেঙে আনন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ গঠনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় মানুষ।  এ সময় ওই পরিকল্পনার নেপথ্য ব্যক্তির ‘কুশপুত্তলিকা’ দাহ করে তারা সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক মানুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে তারা পরিকল্পনাকারীর ‘কুশপুত্তলিকা’ আগুনে পোড়ায়।

এসময় বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামতকে উপেক্ষা করে ইউনিয়ন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নাজিরপুর ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

বিক্ষোভে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউনিয়ন ভেঙে ফেলার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।