দেশজুড়ে

কলমাকান্দায় চার শহীদের কবর জিয়ারত ও ফুলের শ্রদ্ধা

By Hridoypress

August 05, 2025

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিহত চার শহীদের কবর জিয়ারত ও ফুলের শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় শ্রদ্ধা জানিয়েছেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম ও কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম।

নিহত শহীদ মো. আহাদুন, আব্দুল আল মামুন, সোহাগ মিয়াকে কলমাকান্দায় দাফন করা হয়। এছাড়া মেহেদী হাসানকে পারিবারিক সিদ্ধান্তে রাজধানীতে দাফন করা হয়েছে।