কলমাকান্দায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফুলের শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একটি বিজয় র্যালী বিএনপি কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Facebook Comments Box

















