কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির নাজিরপুর ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার দিন দিন বেড়ে চলেছে। তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। চোরাকারবারিদের দৌরাত্ম্যও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, অবিলম্বে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।