রাজনীতি

কায়সার কামালের নির্বাচনী প্রচারণায় সুপ্রিম কোর্টের আইনজীবী দল

By Mahabub Alam

January 24, 2026

মোঃ খোকন বার্তা সম্পাদক

নেত্রকোণা-১(দূর্গাপুর-কলমাকান্দা)১৫৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে নির্বাচনী প্রচারণায় ব্যস্থ সময় কাটাচ্ছেন সুপ্রীম কোর্টের একদল আইনজীবী।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল হতে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় তারা এই প্রচারণা ও গণসংযোগ শুরু করে কলমাকান্দা সহ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ।

​প্রচারণা চলাকালীন পথসভায় সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নেত্রকোণা-১ আসনে ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। উন্নয়নের স্বার্থেই তাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানাচ্ছি।”

প্রচারণায় অন্যান্যদের মধ্যে অংশ নেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, যুগ্ন-মহাসচিব মোঃ কামাল হোসেন ও শহীদুল ইসলাম, ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী, সহ:সম্পাদক সুজা উদ্দীন, নির্বাহী সদস্য আঞ্জুমানারা বেগম সহ প্রমুখ।

​উপস্থিত সকলেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন।