নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের প্রভাবশালীদের নিয়ে অবৈধভাবে “পকেট কমিটি” গঠন করেছেন। এতে দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা ও নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম এবং রোটারিয়ান এম নাজমুল হাসান। বক্তারা অবিলম্বে গঠিত কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।