দেশজুড়ে

কেন্দুয়া হরিসভা দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সমর্থনে ড. রফিকুল ইসলাম হিলালী

By Foysal Chowdhury

November 06, 2025

ফয়সাল চৌধুরী,  নিজস্ব প্রতিবেদক :

নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও জেলা সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী কেন্দুয়া হরিসভা দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, অতীতের দুঃসময়ে ড. হিলালী সব সময় তাদের পাশে থেকেছেন এবং সহযোগিতা দেখিয়েছেন। তারা তাঁর অবদানের প্রশংসা করে আসন্ন নির্বাচনে অকুণ্ঠ সমর্থনের ঘোষণা দেন।

ড. হিলালী বলেন, “আমি এই এলাকায় বেড়ে উঠেছি এবং ৪২ বছরের রাজনৈতিক জীবনে তিলে তিলে একটি স্বপ্ন গড়ে তুলেছি—এবার এমপি হয়ে এলাকার সার্বিক উন্নয়ন করব। আপনারা ইতিমধ্যে যে সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আপনার উত্থাপিত প্রতিটি সমস্যা সমাধান করা আমার কাছে কঠিন হবে না। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থাকব।”