চাঁদাবাজদের জন্য বিএনপিতে মনোনয়নের দরজা বন্ধ- বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা
-
ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা।ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। পল্টন থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহসভাপতি থেকে শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-আইন সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী ফোরামের সহ-প্রচার সম্পাদক ও কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য।
আটপাড়া ও কেন্দুয়া উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন৷
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা বলেন
৫ আগস্টের পর যারা চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে
জড়িয়ে পড়েছেন তাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই
উঠেনা৷ তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন
– এ ধরনের নেতাকর্মীরা মনোনয়নের বাইরে থাকবে।
বিএনপি জনগণের দল৷
ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ফিরিয়ে
দিতেই বিএনপি রাজনীতি। তিনিও আরোও বলেন
ফ্যাসিস্ট আওয়াজ লীগ সরকার, বছরের পর বছর
বিএনপির নেতা কর্মীদের মামলা-হামলা
গুম খুন ও নির্যাতন করেছে ।কি ন্তু তারেক রহমান ধংস্ম হয়ে যাওয়া রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।তিনি ১৬-১৭ বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছেন৷এ সময় তিনি শারদীয় দূর্গাপূজা এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।রাজনৈতিক জীবনে বহুবার আন্দোলন-সংগ্রামে মামলা ও হামলার শিকার হয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর প্রায় তিন হাজার মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এর মধ্যে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা উল্লেখযোগ্য।
আইনজীবী পেশার পাশাপাশি সামাজিক সংগঠন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন মাসুদ রানা।বর্তমানে তিনি৷ নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে তিনি বলেন, ধানের শীষের মনোনয়ন পেলে ইনশাআল্লাহ এ আসনে বিজয়ী হবো।