দেশজুড়ে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণায় বিএনপির র‍্যালি

By Hridoypress

November 07, 2025

 

নেত্রকোণা প্রতিনিধি : ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণা জেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় জেলার মোক্তারপাড়া এলাকায় এ র‍্যালি শুরু হয়। এতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর–বারহাট্টা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হক, এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।

র‍্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো মোক্তারপাড়া এলাকা।