দেশজুড়ে

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬, আটপাড়া উপজেলায় আটপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত:

By Foysal Chowdhury

January 12, 2026

আটপাড়া (নেত্রকোনা)  প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে নেত্রকোণার আটপাড়া উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন আটপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। শিক্ষা ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক সক্ষমতা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের নেতৃত্বে আটপাড়া ডিগ্রি কলেজে একাডেমিক শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও ফলাফলে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা কার্যক্রমে নিয়মিত উপস্থিতি, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনায় তাঁর ইতিবাচক ভূমিকা প্রশংসিত হয়েছে। এই অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা সংশ্লিষ্ট মহল অধ্যক্ষ মো. মোজাম্মেল হককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

– ১২ জানুয়ারি ২০২৬ সোমবার