দেশজুড়ে

তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

By Hridoypress

December 05, 2025

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পাশাপাশি বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও আয়োজনে নেতৃত্ব দেন তেলিগাতী কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।