দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সময়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। অভিযান চলাকালে দুর্গাপুর পৌরসভা, বিরিশিরির সাগরদিঘী ও দাখিনাইল এলাকায় চারটি অটোরিকশা আটক করা হয় এবং জব্দ করা ৩০ থেকে ৪০টি বালুভর্তি বস্তা কেটে নদীতে ফেলে দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের কাউকে ঘটনাস্থলে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে দুর্গাপুর থানার পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান জানান, “উক্ত ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”