দেশজুড়ে

নেত্রকোণায় বেকার যুবকদের দক্ষতাবৃদ্ধিতে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

By Hridoypress

January 21, 2026

 

ফয়সাল চৌধুরী, নেত্রকোণা…

নেত্রকোণায় বেকার যুবকদের দক্ষতাবৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব খাতভুক্ত সাত দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণা সদর উপজেলা আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ সাইফুল ইসলাম, নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এবং নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আক্তার লিজা। বক্তারা বলেন, বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণে যুবকদের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজ আত্মনির্ভরশীল হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে।