দেশজুড়ে

নেত্রকোণায় সরকারি কর্মচারি কাকন হত্যাকারীদের গ্রেপ্তার- বিচার দাবিতে ১৫ গ্রামবাসীর বিক্ষোভ,মানববন্ধন 

By Hridoypress

August 19, 2025

 

স্টাফ রিপোর্টার :

নেত্রকোণার পূর্বধলায় রেলওয়ের পয়েন্টসম্যান কাকন আহমেদ হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ১৫ গ্রামবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার দাপুনিয়া বাজারে দাপুনিয়া,ভোগী,কাইলাটি,ঢুপিরকান্দা,শালদীঘাসহ ১৫ গ্রামের নারী-পুরুষ এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কাকনের স্ত্রী আরফিন সুলতানা রুবি, সালমান রহমান পল্লব,জাহাঙ্গীর আলম রুবেল,মাসুদ কবির মামুম,মনোয়ার হোসেন সোয়েল,আবুল হাসিম,অধ্যক্ষ আঃ রহিমসহ অন্যরা।

বক্তারা বলেন,  ১২ দিন আগে এই হত্যাকান্ড সংগঠিত হলেও ১৫ জন আসামীর মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। আসামীদের লোকজন কাকনের পরিবারকে হুমকি- ধমকি দিচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি নিম্চিতের দাবি জানান তারা।

নিহত কাকন আহমেদ পূর্বধলা  উপজেলার নারানদিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।পূর্ব শত্রুতার জের ধরে

গত ৫ আগষ্ট  দিবাগত রাত ১ টার দিকে বাড়ি ফেরার পথে দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারী কুপিয়ে  হত্যা করে। মৃত্যুর আগে কাকন হামলাকারীদের নাম,পরিচয় বলে যান। হত্যা ঘটনার ৬ দিনের মাথায় পূর্বধলা থানায় ১৫ জনকে আসামী  করে কাকনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়।