নেত্রকোণা ও পূর্বধলা পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ
ডেস্ক রিপোর্ট :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদারকি করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তারা পূর্বধলা ও নেত্রকোণা মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সঙ্গে তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, পূর্বধলা ও নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
Facebook Comments Box