ময়মনসিংহ

নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়সংলগ্ন কৃষি খামার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

By Mahabub Alam

October 28, 2022

 

নুরুল হুদা ক্রাইম রিপোর্টার ২৮অক্টোবর(শুক্রবার) নেত্রকোণা পৌরশহরে অবস্থিত কৃষি খামার থেকে আমিরুল ইসলাম( ২৪)নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ধারণা করে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে কোনো এক সময় কৃষি খামারে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

আমিরুল শহরের কুরপাড় এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় উজ্জ্বল মিয়ার বাসায় ভাড়া থাকতেন এবং শহরের খান হোটেলের কর্মচারী ছিলেন।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ আজ ২৮অক্টোবর(শুক্রবার) সকালে বিষয়টি নিশ্চিত করেন এবং নেত্রকোণা লাইভকে জানান, সকালে কৃষি খামারে যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মরদেহ উদ্ধার করে।পিবিআই টিম এ নেতৃত্ব দেন ইন্সপেক্টর জাকির হোসেন। তিনি বলেন ওই যুবকের বিরুদ্ধে মাদকসহ চুরির অন্তত সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে। পিবিআই তদন্ত অব্যাহত আছে বলেও জানান চৌকস ওই কর্মকর্তা।

নেত্রকোণা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাকে হত্যা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় শহরের কুরপাড় এলাকার রইছ উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।