দেশজুড়ে

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন দুলালের নির্বাচনী প্রচারণা শুরু

By Hridoypress

January 22, 2026

– ফয়সাল, চৌধুরী নেত্রকোণা

বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রচারণার প্রথম দিনেই সরব উপস্থিতি জানান দিচ্ছেন প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল প্রচার-প্রচারণা শুরু করেছেন ।

। বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করেন৷ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল বলেন  নির্বাচনীর প্রচারণার প্রথম দিনেই আমি আটপাড়া আসলাম, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে আমি আশাবাদী শতভাগ, ইনশাআল্লাহ আমি ভোটারদের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হবো৷ তিনি সকলের কাছে ঘোড়া মার্কায় ভোট চান৷ তফসিল অনুযায়ী, এই প্রচার–প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।