1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. talukderkajal@gmail.com : Kajal Talukder : Kajal Talukder
  3. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  4. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  5. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
নেত্রকোনায় কীটনাশক ক্ষতিকর প্রভাব বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত · Netrakona Live
ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় কীটনাশক ক্ষতিকর প্রভাব বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

নেত্রকোনা প্রতিনিধি :

 

নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ক মাঠপর্যায়ে অনুসন্ধানমূলক সমীক্ষা শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড় ১১ টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব মিলনায়তন হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ) নেত্রকোনা অঞ্চল।

সংবাদ সম্মেলনে সমীক্ষায় ওঠে আসা ৩০ জন কৃষকের ওপর গবেষণাপত্র পাঠ করেন বাসসের সাংবাদিক ও পরিবেশকর্মী তানভীর হায়াত খান।
এতে নিষিদ্ধ কীটনাশক ব্যবহারে কৃষকদের ক্যান্সারসহ নানা ঝুঁকির তথ্য ওঠে আসে। অন্যায়ভাবে নিষিদ্ধ কীটনাশক ভিন্ন নামে বিক্রির বিষয়টিও পরিলক্ষিত হয়। গবেষণা সমীক্ষায় ৫ টি গ্রামের ৩০ জন কৃষকের মধ্যে ২৩ জনকেই পাওয়া গেছে নানা রোগে আক্রান্ত।
গত এক বছরে আক্রান্ত এই ২৩ জন কৃষক ৪৭০ কাঠা জমিতে ১৩৭৫০০ হাজার টাকার কীটনাশক ব্যবহার করেছেন। এই কৃষকের ২৩ জনের চিকিৎসা বাবদ খরচ হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার টাকা।

এসবের কারণ কৃষকদের অসচেতনতা, নিষিদ্ধ কীটনাশক ব্যবহার, বাজারজাত করণ, সংরক্ষণ, বিক্রিতে মনিটরিং না থাকা, কিভাবে ব্যাবহার করতে হয় তা না জানা কৃষি বিভাগ, বিপনন কেন্দ্র সহ কৃষকদের মাঝে তথ্যের ঘাটতি।
যে কারণে এগুলো নিয়ে পরিবেশবিদসহ কৃষি বিভাগ এবং স্বাস্থ্য বিভাগকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহবান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০২:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    নেত্রকোনায় কীটনাশক ক্ষতিকর প্রভাব বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রকাশের সময় : ০২:৪১:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

     

    নেত্রকোনা প্রতিনিধি :

     

    নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ক মাঠপর্যায়ে অনুসন্ধানমূলক সমীক্ষা শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার বেলা সাড় ১১ টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব মিলনায়তন হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ) নেত্রকোনা অঞ্চল।

    সংবাদ সম্মেলনে সমীক্ষায় ওঠে আসা ৩০ জন কৃষকের ওপর গবেষণাপত্র পাঠ করেন বাসসের সাংবাদিক ও পরিবেশকর্মী তানভীর হায়াত খান।
    এতে নিষিদ্ধ কীটনাশক ব্যবহারে কৃষকদের ক্যান্সারসহ নানা ঝুঁকির তথ্য ওঠে আসে। অন্যায়ভাবে নিষিদ্ধ কীটনাশক ভিন্ন নামে বিক্রির বিষয়টিও পরিলক্ষিত হয়। গবেষণা সমীক্ষায় ৫ টি গ্রামের ৩০ জন কৃষকের মধ্যে ২৩ জনকেই পাওয়া গেছে নানা রোগে আক্রান্ত।
    গত এক বছরে আক্রান্ত এই ২৩ জন কৃষক ৪৭০ কাঠা জমিতে ১৩৭৫০০ হাজার টাকার কীটনাশক ব্যবহার করেছেন। এই কৃষকের ২৩ জনের চিকিৎসা বাবদ খরচ হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার টাকা।

    এসবের কারণ কৃষকদের অসচেতনতা, নিষিদ্ধ কীটনাশক ব্যবহার, বাজারজাত করণ, সংরক্ষণ, বিক্রিতে মনিটরিং না থাকা, কিভাবে ব্যাবহার করতে হয় তা না জানা কৃষি বিভাগ, বিপনন কেন্দ্র সহ কৃষকদের মাঝে তথ্যের ঘাটতি।
    যে কারণে এগুলো নিয়ে পরিবেশবিদসহ কৃষি বিভাগ এবং স্বাস্থ্য বিভাগকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহবান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

     

    Facebook Comments Box