ময়মনসিংহ

নেত্রকোনায় জেলা ছাত্রদলের সভাপতির উপহার পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

By Hridoypress

September 21, 2025

 

ডেস্ক রিপোর্ট :

শিক্ষাবান্ধব কাজ এর আগ্রহ থেকে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।সদর উপজেলার বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ তিনি উপস্থিত হোন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ,মান এবং সুবিধা অসুবিধার খোঁজ নিতে।এসময় তিনি প্রতিটি ক্লাসরুম ঘুরে দেখেন এবং কোমলমতি বাচ্চাদের খোঁজ নেন ও তাদের মাঝে খাবার চকোলেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।প্রধান শিক্ষিকা এবং সাধারণ শিক্ষকদের সাথে স্কুলের পড়াশোনার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি।তার দেয়া উপহার পেয়ে বাচ্চারা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উচ্ছসিত হয়।এসময় অনিক মাহবুব চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি,সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল,সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক-আশরাফুল ইসলাম দীপ।ভবিষ্যতে নেত্রকোনার শিক্ষার মানোন্নয়নে নেত্রকোনা জেলা ছাত্রদল এবং ব্যক্তিগত ভাবে অনিক মাহবুব চৌধুরী সর্বদা সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।