আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীকে অভিনন্দন জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কুলশ্রী ও সুখারীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় ৭নং সুখারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুলশ্রী থেকে সুখারী পর্যন্ত এই বিশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি অতিক্রমকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন— সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, ড. রফিকুল ইসলাম হিলালী মনোনয়ন পাওয়ায় এলাকায় নতুন করে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা মিছিলে অংশ নিয়ে আগামীর রাজনৈতিক লড়াইয়ে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।