দেশজুড়ে

নেত্রকোনা-৩ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হারুনুর রশিদের মতবিনিময় সভা

By Foysal Chowdhury

September 15, 2025

 

ফয়সাল চৌধুরী, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, আটপাড়া উপজেলা জমিয়তের সভাপতি মুফতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নজরুল ইসলাম সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামি আদর্শ প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে জমিয়তের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। এজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানানো হয়।