দেশজুড়ে

পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অবদানে সম্মাননা প্রদান

By Hridoypress

July 14, 2025

হৃদয় আহমেদ, কলমাকান্দা

নেত্রকোনার কলমাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

আলোচনা শেষে বিশেষ সম্মাননা পেলেন কলমাকান্দা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অলক সিংহ, মেডিকেল অফিসার (এসসিএইচএফপি) বিজয় প্রকাশ, মিথি নংমিন, দিলিপ সরকার এবং প্রতিমা রানি পন্ডিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারি ওবায়দুল হক পাঠান, সাংবাদিক জহিরুল ইসলাম মামুন ও হৃদয় আহমেদ।