সারাদেশ

পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ, প্রশাসন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য নেত্রকোনায় ট্যুরিস্ট পুলিশের অঃ ডিআইজি

By Hridoypress

January 20, 2026

 

নেত্রকোনা প্রতিনিধি:পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য বলে দাবী করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

নেত্রকোনায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আলোচনা সভা, সম্মাননা,বৃত্তি প্রদান ও প্রীতি ভলিবল শেষে আলোচনা সভায় এসব কথা বলেন,বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

নেত্রকোনায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আলোচনা সভা, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং প্রীতি ভলিবল খেলা আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। এ সময় তিনি বলেন, পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাঈমুল হক পিপিএম,সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম,সাংবাদিক ভজন দাস, ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ পরিদর্শক মো. রুবেল মিয়া,ওসি অপারেশন নেত্রকোনা অসিম কুমার দাস, রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাতেন,স্টেকহোল্ডার বজলুল কবীর প্রমূখ।

কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি, নেত্রকোনার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু পিপিএম,আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইমরান উজ জামান এবং প্রত্যায় বাংলাদেশ, নেত্রকোনার সাধারণ সম্পাদক মিজ. তাহমিনা সাত্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্যায় বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পুষ্টিবিদ ও বাচিক শিল্পী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজ. নাজিয়া আফরিন। সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল হাসান তপু।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রত্যায় বাংলাদেশ, মাজেদা আক্তার পাঠাগার ও যুব ফোরাম, নেত্রকোনা। আলোচনা সভা শেষে কৃতীজনদের সম্মাননা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।