আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : ”
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ অক্টোবর ) দুপুর ২ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী,
আটপাড়া উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ক্বারী মো. জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. ইয়াসিন আরাফাতের সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক , কর্মীসভার উদ্বোধন করেন নেত্রকোণা জেলা ওলামা দলের আহবায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ কারী মিছবাহ উদ্দীন তালুকদার মাসুদ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা ওলামা দলের সদস্য সচিব, আটপাড়া উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুর রহমান, ।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম -আহবায়ক হাফেজ মাওলানা আব্দুর রশীদ নূরানী।
কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী শক্তিকে আরও সংগঠিত করতে ওলামা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।