ময়মনসিংহ

বিদ্যালয়ে ছাত্রদল সভাপতির উপহার, আনন্দে শিশুরা

By Mahabub Alam

September 21, 2025

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী সদর উপজেলার বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুবিধা-অসুবিধা ও শিক্ষার্থীদের অবস্থা সরেজমিনে দেখতে যান তিনি। এ সময় তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাবার, চকলেট ও ক্রীড়া সামগ্রী তুলে দেন।

শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকদের সঙ্গেও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন অনিক মাহবুব।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগে খুশি হয়ে তাকে ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে অনিক মাহবুবের সঙ্গে ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল ও যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপ।

অনিক মাহবুব জানান, “নেত্রকোনার শিক্ষা উন্নয়নে ছাত্রদল ও আমি সবসময় পাশে থাকতে চাই।”